Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০২৪

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্য পরিকল্পনা

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ

  • ইন্সটিটিউটের প্রধান ফটক তৈরী, প্রতিটি করিডোরে পানির ফিল্টার স্থাপন, নোটিশ বোর্ড সংস্কার, ক্লাসরুমে/পরীক্ষা হলে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সিস্টেমের মাধ্যমে এলার্মের ব্যবস্থা করা, ইলেকট্রিক লাইন মেরামত, পানির লাইন মেরামত, মসজিদের বারান্দা সম্প্রসারণ, মসজিদের দ্বিতীয় তলা নির্মান, একাডেমিক  বিল্ডিং  এর ছাদ মেরামত, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ও কম্পিউটার টেকনোলজি, সিভিল টেকনোলজি, সেমিনার রুম এর ফ্লোর টাইলস্ করন, রংকরণ, একাডেমিক ও কম্পিউটার ভবনের বাথরুমে টাইলস স্থাপন ও মেরামত, মসজিদে যাতায়াতের রাস্তা সিসি করন, আবাসিকে ওয়েস্ট ট্রান্সফার স্টেশন নির্মাণ, প্রতিটি ক্লাস রুমে ও করিডোরে ডাষ্টবিন সরবরাহ, সকল শিক্ষক-কর্মচারির আইডি কার্ড তৈরী, বায়োমেট্রিক মেশিন স্থাপন, শিক্ষার্থীদের সকল ফি  ও উপবৃত্তির সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পাদন । বিশেষ চাহিদা ও নারী  শিক্ষার্থীদের জন্য টয়লেটের সংখ্যা বৃদ্ধি ও আলাদা পানির ফিল্টার স্থাপন।
  • শহীদ মিনার এর পার্শ্বের দেয়াল মেরামত, মৌসুমী ফুলের চাষ করা, গেস্ট রুমের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ, সিংগেল ও ডাবল খাট তৈরি এবং চেয়ার টেবিল তৈরি করা, প্লেসমেন্ট সেল আধুনিকীকরণ ও এপিএ সেল গঠন করা।